মো. রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): [২] রাজধানীর ধানমন্ডিতে রাসেল স্কয়ার মোড়ে বিমান এয়ারলাইনসের একটি মাইক্রোবাসের উপর উল্টে গিয়ে চড়ে বসলো ধানবোঝাই করা একটি ট্রাক।
[৩] বুধবার ভোর ৫টার দিকে ধানমন্ডী ৩২ নম্বর (রাসেল স্কয়ার) মোড়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ যানবাহন দুটি সরিয়ে নেয়।
[৪] প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসটি পান্থপথের দিক থেকে এসে রাসেল স্কয়ার মোড় পার হচ্ছিল। এ সময় শ্যামলী-আসাদগেটের দিক থেকে আসা একটি ট্রাক সাইন্সল্যাবের দিকে যাওয়ার জন্য রাসেল স্কয়ার মোড় পার হওয়ার সময় মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এরপরই মাইক্রোর উপর ট্রাকটি উল্টে যায়। ধানের বস্তাসহ ট্রাকটি উল্টে গেলে বস্তা থেকে ধান সড়কে ছড়িয়ে পড়ে।
[৫] স্থানীয়রা ও পুলিশ সড়কে পড়ে থাকা ধান সরিয়ে নেয়। গাড়ি দুইটিকে রেকার লাগিয়ে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সময় যানবাহন দুটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :