মোস্তাফিজ রহমান: [২] বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সানু মং মারমা বলেন, রোববার (২৩ জুন) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মাহমুদুল হাসান (৩০) ক্যান্টেমেন্ট রেল স্টেশন এর অদুরে কুড়িল বিশ্বরোড এলাকায় কানে হেড ফোন লাগিয়ে রেল লাইন পার হওয়ার সময়ে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
[৩] অপর দিকে, একই দিন রোববার ভোর ৫টা২৪ মিনিটের দিকে ক্যান্টেমেন্ট রেল স্টেশন ও কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন দিয়ে অসর্তক ভাবে হেটে যাওয়ার সময়ে বলাকা কমিউটার ট্রেনে নিচে কাটা পড়ে খন্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় এমএম তানজিম জয় (২৬) নামে এক শিক্ষার্থী। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২
আপনার মতামত লিখুন :