শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ◈ জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মারধরের ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী  ◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুন, ২০২৪, ০৬:১১ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৪, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহার দুইদিনে আহত ৮০০ মৌসুমি কসাইসহ মোটরসাইকেল চালক ও যাত্রী

সুজন কৈরী: [২] ঈদুল আজহায় দুইদিনে গরুর লাথি, গুঁতা ও ছুরিতে কেটে আহত হয়েছেন অন্তত ৪০০ মৌসুমি কসাই। এদের মধ্যে অনেকের শরীরের হাড় ভেঙেছে, কেটেছে হাত-পায়ের রগও। আহতের সংখ্যা বেড়েছে সড়ক দুর্ঘটনায়ও।  

[৩] আহতদের বেশিরভাগ চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে।

[৪] এই দুটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, পেটে আঘাত নিয়ে ঢাকা মেডিকেলের ১০১ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বেডে কাতরাচ্ছেন নারায়ণগঞ্জ সদর থেকে আসা আমির হোসেন। সোমবার গরু কোরবানি দিতে গিয়ে ষাড়ের গুতায় আহত হয়েছেন তিনি।  

[৫] শুধু আমির হোসেন নয়, ঈদুল আজহার দুই দিনে শুধুমাত্র রাজধানীতেই মাংস কাটার সময় আহত হয়ে অন্তত ২০০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে। যাদের কারো হাত-পা কাটা, কারো পেট, রগ, শিরা কাটা ছিল। এছাড়া বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত হয়েও চিকিৎসা নেন অনেকে। 

[৬] চিকিৎসকরা জানান, আহতদের বেশিরভাগই মৌসুমি কসাই ও কোরবানি দাতা এবং তাদের স্বজন।  

[৭] পঙ্গু হাসপাতাল থেকে ঈদের দুইদিনে চিকিৎসা নিয়েছেন অন্তত ৬০১ জন রোগী। এর মধ্যে ঈদের দিন ২৭৯ জন এবং ঈদের পরদিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ৩২২ জন রোগী রয়েছেন। 

[৮] পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা আহত হয়েও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন অনেকে। সড়ক দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই মোটরসাইকেল চালক ও যাত্রী। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়