শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ◈ জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মারধরের ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী  ◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুন, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ 

শ‌হিদুল ইসলাম, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস, প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ যাত্রী। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোরিকশার চালক মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ (২২) এবং একই গ্রামের মৃত কুটি মিয়া শেখের ছেলে শাহেব আলী শেখ (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ও বরিশাল গামী প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে অপর দিক থেকে আসা টেকেরহাট গামী যাত্রীবাহী অটোরিকশার সাথেও সংঘর্ষ হয়েছে। এসময় প্রাইভেটকারের সমুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীবাহী বাস ও অটোরিকশাটি রাস্তার খাদে পড়ে যায়। এতে প্রায় ১০জন আহত হয়।

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাজিব শেখকে মৃত ঘোষনা করে। পরে গুরুতর আহত জান্নাতী (১০), সাবিহা (১) ও শাহেবালী শেখকে (৫০) ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে শাহেব আলী শেখ মারা যায়। 

ভাংগা হাইওয়ে থানার ওসি খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়