এএইচ সেলিম, মিরসরাই: [২] চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মাওলানা অহিদুর রহমান (৪২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
[৩] শনিবার (১৫ জুন) বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট দক্ষিণ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
[৪] অহিদুর রহমান ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অনেক বছর ধরে তিনি বারইয়ার এলাকায় বসবাস করতেন।
[৫] সহকর্মী শিক্ষক ছানাউল্লাহ ভুঁইয়া বলেন, উত্তর সোনাপাহাড় নূরানী কিন্ডার গার্টেন মাদরাসার সহকারী শিক্ষক ও বায়তুর নুর জামে মসজিদের খতিব ছিলেন অহিদুর রহমান। শনিবার বিকেলে বাইসাইকেলযোগে সড়ক পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি দ্রতগামী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
[৬] ছানাউল্লাহ ভুঁইয়া আরও বলেন, রাত ১২টায় প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি ত্রিশাল পাঠানো হয়েছে।
[৭] এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, বাসের ধাক্কায় অহিদুর রহমান নামে একজন মারা গেছেন। দ্রুতগামী বাস আটক করা যায়নি। পরিবারের অনুরোধে মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :