এ আর শাকিল: [২] শনিবার সকাল সোয়া আটটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজীতে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রাকের চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। সূত্র: বার্তা ২৪
[৩] ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান ও ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। সূত্র: প্রথম আলো
[৪] তিনি আরো বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিহত দুজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
এআরএস/এনএইচ
আপনার মতামত লিখুন :