শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৩ জুন, ২০২৪, ০৫:০২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৪, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে পানিতে পড়ে শিশু ও গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

রতন কুমার, ডোমার (নীলফামারী): [২] নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরের পানিতে পড়ে শিশু ফুয়াত হোসেন (৩) ও গাছ হতে পড়ে মানিক ঋষি (৩৫) নামে এক কাঠুরের অপমৃত্যু হয়েছে। ফুয়াত হোসেন উপজেলার মৌজা পাঙ্গাঁর জলদান পাড়ার মজিবুল ইসলামের ছেলে ও মানিক ঋষি বোড়াগাড়ী বাজারস্থ মৃত যগেশ ঋষির ছেলে।

[৩] সোমবার (৩জুন) সকাল এগারোটায় খেলতে খেলতে বাবা মায়ের অগোচরে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ফুয়াত। স্বজনরা দেখতে না পেয়ে খোজাখুজির এক পর্যায় পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফুয়াতকে মৃত ঘোষনা করেন। মানিক ঋষি পেশায় একজন কাঠুরে। সে সকাল নয়টায় নিজ গ্রামে জৈনেক ব্যক্তির গাছ কাটার উদ্দেশ্যে গাছে রশি বাধানোর সময় উপর থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন।প্রত্যেক্ষদর্শীরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষনা করেন।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. জহর অরন্যা জানান, শিশু ফুয়াত ও কাঠুরে মানিককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বে মারা যায়।

[৫] ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন আলী বলেন, স্বজনদের সন্দেহ ও অভিযোগ না থাকায় মৃতদেহ ময়না তদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করেন মৃতের স্বজনরা। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মরদেহের দাফন কার্য সম্পাদন করতে পারবেন তারা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়