শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০২ জুন, ২০২৪, ০৫:১৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৪, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় শেখ ইমন (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ২ জুন রবিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাউজান বাগোয়ান ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ নুরজাহান পার্ক কমিউনিটি সেন্টার সম্মুখে এই দুর্ঘটনা ঘটে। 

[৩] শেখ ইমন উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মগদাই দক্ষিণ কুল শেখ মনসুর আলীর বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র। পরিবারে দুই বোন এক ভাইয়ের মধ্যে শেখ ইমন মেঝ সন্তান। সে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিল। এই দুর্ঘটনায় একই বাড়ির মোহাম্মদ মুছার পুত্র সামির (১৬) আহত হয়।

[৪] স্থানীয় ইউপি সদস্য উদয় দত্ত অর্ক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টার দিকে কালু মরার টেক পাশ্ববর্তী নুরহাজাহান কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম নগর অভিমুখী হানিফ পরিবহনের যাত্রিবিহীন বাসকে (ঢাকা মেট্রো -ব ১৪-(১৪১২) ওভারটেক করতে গিয়ে দুই আরোহীসহ মোটরসাইকেল (চট্রমেট্রো -ল ১২ (৫১৩৯) বাসের নিছে ঢুকে পড়ে।  

[৫] এ সময় স্থানীয় লোকজন মারাত্মক জখম অবস্থায় শেখ ইমন ও মোহাম্মদ সামিরকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ ইমনকে মৃত ঘোষণা করেন। আহত সামিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও মোটরসাইকেল তাদের হেফাজতে নিয়ে যায়। 

[৬] দুর্ঘটনার সংবাদ পেয়ে ইমনের স্বজনদের আহাজারিতে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আরিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়