শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০১ জুলাই, ২০২২, ০৫:০২ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২২, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অগ্নিকাণ্ড, ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 

শেরপুরে আগুনে ১১ দোকানে পু[ড়ে

তপু সরকার হারুন : জেলার নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি  চেম্বার পুড়ে ছাই হয়ে  যায় বলে জানাযায় । শুক্রবার (১ জুলাই) ভোররাতে পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা ।

শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই আকস্মিক তারাগঞ্জ দক্ষিণ বাজার কাঁচামালের আড়তদারদের মার্কেটে আগুন জ্বলতে থাকে। মুহুর্তেই কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ার পর শহরের কমিউনিটি পুলিশ এবং আশপাশের মানুষ টের পান।

 এসময় তাদের ডাকাডাকিতে আশপাশের আরও লোকজন ছুটে আসেন। আগুন লাগার কিছুক্ষন   পরই খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। একই সাথে পুড়ে যায় এ্যাডভোকেট দিপঙ্কর চন্দ্র সরকার দিপুর ল’ চেম্বার। এসময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এখানে চারটি মোটরসাইকেল, চারটি রাইস মিল, মশলা ভাঙার মিল, পিঁয়াজ-রসুন-আলুর আড়ত, গরম মশলার পাইকারী দোকান, ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান, মুদী ও লন্ডীর দোকান সম্পূর্ণ ভস্ম হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়ায় প্রায় এক কোটি টাকার উপরে। এই ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, বজ্রপাতের পর ইলেক্ট্রিক কোন সরঞ্জামে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবুবকর সিদ্দিক ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়