শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট : ২১ মে, ২০২৪, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

মোশতাক আহমেদ, নারায়নগঞ্জ: [২] বন্দরে বালুবাহী পিকআপ ও ক্রাউন সিমেন্টের খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এরশাদ (৫৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩/৪ জন। আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

[৩] মঙ্গলবার (২১মে) সকাল ৮টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের লক্ষনখোলা মাদ্রাসা রোড এলাকায় এ র্দূঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দূর্ঘটনা কবলিত বালুবাহী পিকআপ ও ক্রাউন সিমেন্টের খালি ট্রাক জব্দ করে।

[৪] নিহত হেলপার এরশাদ সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে। স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করে।

[৫] এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান গনমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা মেট্রো ম ১১-৭৭৭৫ নাম্বারের ক্রাউন সিমেন্টের একটি খালি ট্রাক বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের লক্ষনখোলা মাদরাসা রোড সামনে আসলে ওই সময় মদনপুরগামী ঢাকা মেট্রো ন ১১-২০৯৭ বালুবাহী পিকআপ মুখোমুখি ধাক্কা দিলে এ র্দূঘটনা ঘটে।  

[৬] ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। সম্পাদনা: এআর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়