শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ১২:৫৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৪, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী স্টেশনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

[৩] গতকাল সোমবার (২০ মে) রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকানের সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের দক্ষিণের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত রাকিব মোহাম্মদ মনিরুল আজম (৫৪) টাঙ্গাইল জেলার ভুঁইয়াপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

[৫] স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন দক্ষিণের ব্রিজ এলাকায় কক্সবাজারমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে গেলে ট্রাক চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে আরোহী রাকিবের মৃত্যু হয়।

[৬] হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হোসাইন বলেন, বিকেলে রাকিব রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষ করেন। পরে রাত ৮ টার আগ পর্যন্ত মোচনী বাজার এলাকায় পরিচিতিদের সঙ্গে সময় কাটান। রাতে মোটরসাইকেল যোগে টেকনাফ উপজেলা সদরে ফেরার সময় এ ঘটনা ঘটে।

[৭] তিনি আরও বলেন, ‘বিকেলে টেকনাফের বিভিন্ন এলাকায় অল্প সময়ের বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের সময় কিছু পরিমাণ পানি মোচনী বাজারের দক্ষিণের ব্রিজের ওপর জমে থাকে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে বৃষ্টির জমে থাকা পানিতে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে ট্রাকচাপায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে।’

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়