মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] ট্রলিতে করে গাছের গুঁড়ি নিয়ে যাওয়ার সময় গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে রুবেল আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে সজিব (১৬) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
[৩] বুধবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
[৪] নিহত রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের আবুল কাশের ছেলে।
[৫] ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ জানান, বুধবার ভোরে ট্রলিতে করে গাছের গুঁড়ি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে রুবেল ও তার ছেলে যাচ্ছিল। পথে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় ট্রলির একটি যন্ত্রাংশ ভেঙ্গে গেলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলিতে থাকা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে বাবা ছেলে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয় এবং তার ছেলে সজিবকে ভর্তি করা হয়।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :