শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৯ জুন, ২০২২, ০৮:৫৪ রাত
আপডেট : ২৯ জুন, ২০২২, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রুবেল মজুমদার : ছাদে কাপড় শুকানো তার বিদ্যুতায়িত হয়ে থাকায় সেই তারের স্পর্শে প্রথমে স্ত্রী ও পরে স্ত্রীকে বাঁচাতে স্বামী গেলে তারও মৃত্যু হয়। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায়  কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম-পূর্ব ইউনিয়ন সাহেব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চাচাতো ভাই স্কুল শিক্ষক ফারুক হোসেন জানায় , বিকেলে নিজ বাড়ীর ছাদে কাপড় নামাতে গিয়ে প্রথমে স্ত্রী এবং স্ত্রীকে বাঁচাতে গিয়ে পরে স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মূত্যু বরন করেন৷

এ বিষয় লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, লাকসামের সাহেবপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম (৩৫) বৃষ্টির আভাস পেয়ে বাড়ির ছাদে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান। 

এ সময় কাপড় শুকাতে দেওয়া জিআই তার বিদ্যুতায়িত হয়ে থাকায় রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হোন । পরে স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গিয়ে স্বামী কামাল উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনার তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়