শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০৬ মে, ২০২৪, ০৫:০১ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৪, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

আইনুল হক

মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া): [২] সড়ক দুর্ঘটনায় আহত বগুড়ার আদমদীঘির সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক
আবুল কাশেম আইনুল হক (৫৭) মারা গেছেন। 

[৩] সোমবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার সন্ধ্যায় সান্তাহার হার্ভে স্কুল রোড এলাকার ঝংকার ক্লাবের সামনে একটি অটোরিকশার ধাক্কায় গুরুত্বর আহত হয়েছিলেন তিনি।

[৪] নিহত আইনুলের সহকর্মী আমিনুল ইসলাম জানান, শিক্ষক আইনুল হক প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় ঝংকার ক্লাবের সামনে মজিবরের চায়ের দোকানে চা পান করে সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন তিনি। স্থানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং
অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

[৫] সোমবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। বাদ আছর বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা এবং বাদ এশা গ্রামের বাড়ি সান্দিড়া ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়