শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৪, ০৫:০৭ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৪, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে হিটস্ট্রোকে দুই জনের মৃত্যু

মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। নাটোর সদরের বড় হরিশপুরে আব্দুল মান্নান (৬৫) নামের এক ব্যক্তি এবং নলডাঙ্গা উপজেলায় খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামে খায়রুল ইসলাম নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটার দিকে বড় হরিশপুর এলাকার আব্দুল মান্নান তিনি মৃত্যুবরণ করেন। মৃত আব্দুল মান্নান বড় হরিশপুর ঘোষপাড়া এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। 

[৩] আব্দুল মান্নানের পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়িতে কাজ করার সময় দুপুর সাড়ে বারোটার দিকে বাড়িতে কাজ করার সময় মই থেকে পড়ে যান আব্দুল মান্নান। এ সময় পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

[৪] অপরদিকে নাটোরের নলডাঙ্গায় হিটস্ট্রোকে খায়রুল ইসলাম নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ক্ষেত থেকে ভুট্টা তুলতে গিয়ে প্রচন্ড তাপে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। নিহত খায়রুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজান পাড়ার আব্দুর রহমান এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, খাজুরা বাজারের পল্লী চিকিৎসক খোরশেদ আলম।

[৫] নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানায়, গত ১৫দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন প্রবাসী খায়রুল ইসলাম। আজ সকালে ক্ষেত থেকে ভুট্টা তুলতে যান তিনি। এসময় প্রচন্ড তাপ এবং গরমে জমিতেই অসুস্থ হয়ে পড়েন খায়রুল। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে খাজুরা বাজারে পল্লী চিকিৎসক ডা. খোরশেদ আলমের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি।

[৬] নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জানান, আব্দুল মান্নান এবং খাইরুল ইসলাম হিটস্ট্রোকে মারা গেছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে হলে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এবং এটি দীর্ঘ সময় লাগে। আমরা এখান থেকে বলতে পারিনা যে, তারা হিটস্ট্রোকে মারা গেছেন কিনা। তবে তারা তাপ জনিত কারণেই অসুস্থ হয়ে মারা গেছেন। 

[৭] উল্লেখ্য এপ্রিলের প্রথম থেকেই নাটোরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি থেকে ৪২.৫° সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে অধিকাংশ সময়েই এই অঞ্চলে তীব্র এবং অতি তীব্র তাপমাত্রা বিরাজ করছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়