শিরোনাম
◈ গণঅভ্যুত্থানই অন্তবর্তী সরকারের বৈধতা: আসিফ মাহমুদ ◈ কপ-২৯ সম্মেলনে অংশগ্রহণ করতে আগামীকাল আজারবাইজান সফরে যাচ্ছেন ড. ইউনূস ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন, শপথ সন্ধ্যায় ◈ রাজধানীর উত্তরার বাউনিয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত ◈ ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও সনদ বাতিলে হচ্ছে কমিটি ◈ সারজিস-হাসনাতের পোস্ট: দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না (ভিডিও) ◈ গ্রামীণ ব্যাংকের সবাইকে স্যার ডাকতে হবে বলা সেই ম্যানেজারের বিরুদ্ধে তদন্ত শুরু ◈ ‘আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন’ ◈ ‘যদি বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’, বললেন রুমিন ফারহানা ◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ১০:৪৭ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ১০:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার: [২] তীব্র তাপদাহে হিটস্ট্রোকে নুরুল মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে নারিকেল গাছ পরিস্কার করে ফেরার পথে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। 

[৩] নিহত নুরুল মিয়া মির্জাপুর ইউনিয়নের আটঘর বাজারের বশির মিয়ার ছেলে।

[৪] নুরুল মিয়ার বড় ভাই লেচু মিয়া জানান, আমি জমিতে ধান কাটছিলাম এমন সময় আমার প্রতিবেশী একজন আমাকে কল দিয়ে বলেন আমার ভাই হিট
স্ট্রোক করেছেন। খবর পেয়ে আমি তাৎক্ষণিক ওখানে ছুটে আসি স্থানীয় লোকজনের সহযোগিতায় নিকটস্থ ফার্মেসীতে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক উনাকে চেকআপ করে মৃত ঘোষণা করেন।

[৫] নুরুল মিয়ার প্রতিবেশী ও আটঘর বাজারের ব্যবসায়ী মনাই আখনদ জানান, সে পাশের দোকান থেকে একটি কোমল পানি কিনে খায় এবং বাজারে কিছুক্ষণ হাটাহাটি করে তারপর হঠাৎ দেখলাম সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এ সময় আমরা স্থানীয় কয়েকজন তাকে বসিয়ে মাথায় পানি দেই। এরই মধ্যে অন্য আরেকজন দেখলেন তার নিঃশ্বাস চলাচল অস্বাভাবিক লাগছে, এর কিছুক্ষণের মধ্যে তার দম বেড়িয়ে যায়।

[৬] এ বিষয় আটঘর বাজারের পল্লিচিকিৎসক ডা: রৌশন মিয়া জানান, সারা সকাল সে প্রচন্ড তাপদাহের মধ্যে কাজ করে এখান দুপুরের খাবার খেতে এসেছিল কিন্তু কোনো এক কারণে সে খাবার না খেয়ে, দোকানে এসে কোমল পানি এবং ধুমপান করে বাজারের মধ্যে ঘুরাঘুরি করছিল। হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায়, প্রাথমিক ভাবে ধারণা করা যেতে পারে সে হিট স্ট্রোক করেছে। তবে ময়নাতদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

[৭] নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আহমেদ বলেন, আমার কাছেও এ ঘটনার খবর এসেছে। আমি মেম্বার সাহেবকে সেখানে পাঠিয়েছি। সম্পাদনা: এআর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়