শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চি‌কিৎসা নি‌য়ে বাড়ি ফেরার প‌থে সড়ক দুঘর্টনায় নিহত ৩, আহত ১৫

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): [২] চট্টগ্রা‌মের বাঁশখালীর বাহারছড়া এলাকা থে‌কে‌ কক্সবাজা‌রের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চি‌কিৎসা নি‌য়ে ফি‌রে আসার প‌থে বাস-মাই‌ক্রো দুঘর্টনায় ৩ জন নিহত ও  প্রায় ১০/১৫জন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। 

[৩] সোমবার (২৯ এপ্রিল) ১২ টার দিকে কক্সবাজারে ঈদগাহ এলাকায় রোগীবাহী মাই‌ক্রো  ও বা‌সের সংঘ‌র্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘ‌টে ব‌লে জানা যায়। 

[৪] সোমবার‌ বিকা‌লে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া ও বাহারছড়ার ইলশা গ্রামের আবু আহমদ (প্রকাশ মাইমুনের আব্বা) মৃত‌্যু পা‌রিবা‌রিক ভা‌বে নি‌শ্চিত কর‌লে ও অন‌্যদের ব‌্যাপা‌রে এখনও নি‌শ্চিত হওয়া যায়‌নি। ত‌বে‌ আহত‌দের যে হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে সেখা‌নে অবস্থানকা‌রি বাঁশখালীর পুইছ‌ড়ি এলাকার জন্মজাত কক্সবাজা‌রে কর্মরত সাংবা‌দিক তাজুল ইসলাম চৌধুরী পলাশ জানান ৬ জন গুরুতর আহত এবং আরো বেশ কয়জ‌নের অবস্থা আশংকাজনক। 

[৫] উল্লেখ‌্য ‌বিগত কিছু‌দিন আগে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ‌্যাল‌য়ে চক্ষু চি‌কিৎসা ক‌্যাম্প অনু‌ষ্টিত হয়। তা‌তে যা‌দের চো‌খে ছা‌নি প‌ড়ে‌ছে তা‌দের পৃথকভা‌বে ছা‌নি অপা‌রেশন ও চি‌কিৎসা করার জন‌্য বাঁশখালী থে‌কে সেখা‌নে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছিল শুক্রবা‌রে। তা‌দের চি‌কিৎসা শে‌ষে আজ সোমবার ফি‌রে আসার প‌থে এ দুঘর্টনা ঘ‌টে ব‌লে‌ জানা যায়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়