শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৮ জুন, ২০২২, ০২:৪৭ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২২, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ৩ দিন পর পদ্মায় ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

আল আরাফি তামিম

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের (২৬)  লাশ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২৭ জুন) সকালে স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেলে পুলিশ কে খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে পদ্মা নদীর শরীয়তপুর জেলার জাজিরায় পয়েন্ট এর সিধার চর এলাকায় থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত তামিম ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একে এম মজির উদ্দিনের ছেলে। তামিম চরফ্যাশন সরকারি কলেজের অর্নাস ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ৩টার দিকে পদ্মা নদীর সিডার চর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন এবং গত ২৫ জুন পদ্মায় ট্রলার উল্টে নিখোঁজ ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়। পরবর্তীতে নিখোঁজ ছাত্রলীগ নেতার পরিবারের লোকজন আসেন। নিখোঁজ ছাত্রলীগ নেতা তামিমের বড় বোন জামাই (দুলাভাই)  লাশটি নিখোঁজ তামিমের বলে শনাক্ত করেন। শনাক্তের পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তামিমের বড় বোন জামাই মো.ইউনুস বলেন, আমরা জাজিরা থানা থেকে তামিমের লাশ বুঝে পেয়েছি। আগামীকাল সকাল ৮ টায় জানাজা নামাজ শেষ দাফন করা হবে।

আর চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের লাশ ভোলায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে তামিম এর লাশ পাওয়ার খবরে তার গ্রামের বাড়ি চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কলেজ পাড়ায় বইছে শোকের মাতম । একমাত্র ছেলেকে হারিয়ে  বাবা-মা ও পরিবারের আহাজারি কোনভাবেই থামছে না।

উল্লেখ, গত শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে  পদ্মা নদীর কাঁঠালবাড়ী ঘাট থেকে মাওয়া ঘাটে পৌঁছানোর পাঁচ মিনিট আগে প্রবল স্রোতে ট্রলার উল্টে যায়। এসময় ট্রলারে থাকা ২৩ জন যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায়। তখন ২১ জন যাত্রী পদ্মায় ভাসতে থাকে। তাদের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ ৫ নেতাকর্মী ছিলেন। তখন ভাসমান অবস্থায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এর একটি স্পিড ভোটে ২২ জনকে উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজ থাকেন তামিম। সাতার না জানার কারণে পদ্মায় ভেসে যায়। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়