শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৭ জুন, ২০২২, ০৮:৩৮ রাত
আপডেট : ২৭ জুন, ২০২২, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে বাস চাপায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা

গোলাম সারোয়ার : ঢাকা-সিলেট মহাসড়কে জেলার আশুগঞ্জে ওভারটেকিং করার সময় বেপরোয়া গতির বাসের চাপায় তাসফিয়া হোসেন রিপা (৮) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া নামকস্থানে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা ওই স্কুল শিক্ষার্থীকে চাপা দেয় ইউনিক পরিবহনের একটি বাস।

এতে সে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে নিহত হয়। নিহত রিপা উপজেলার বাহাদুরপুর এলাকার জাকির হোসেনের মেয়ে ও কামাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, রিপা স্কুলশেষে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পারাপার করতে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিপাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে আটক করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এদিকে, স্কুল সংলগ্ন এই মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তায় ওভারব্রীজ করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়