সঞ্চয় বিশ্বাস: [২] মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসলে নেমে প্রকৌশলী ও ব্যাংকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্র।
[৩] শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ধানকোড়ার কাছে নদীতে এই ঘটনা ঘটে।সূত্র: ঢাকা পোস্ট
[৪] নিহতরা হলেন- বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জুয়েল রানা (৪০)। নিখোঁজ রিয়াদ রামিন আরিদ প্রকৌশলী রিয়াদ আহমেদের ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তাদের বাসা রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে। সূত্র: ঢাকা মেইল
[৫] দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান জানান, ঢাকা থেকে ঘুরতে আসা ৩০-৩৫ জন ট্রলার নিয়ে পদ্মায় ভ্রমণে বের হন। পরে ধানকোড়ার কাছে ট্রলার থামিয়ে ১০-১২ জন গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যান।
[৬] এই কর্মকর্তা জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল দুইজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।
আপনার মতামত লিখুন :