শিরোনাম
◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুন, ২০২২, ১০:৫৪ রাত
আপডেট : ২৮ জুন, ২০২২, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুতে প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় ২ প্রাণহানি

মোস্তাফিজুর রহমান: পদ্মা সেতু ঘুরে ফেরার পথে ব্রীজের উপরে  মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহত দুই যুবক হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।  

তিনি বলেন মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বন্ধু জয়দেব রায় জানান, তারা ৬ বন্ধু তিন মোটরসাইকেল যোগে পদ্মা সেতু ওপার যান। পরে সেখান থেকে ফেরার পথে ব্রিজের উপর দূর্ঘটনার শিকার হয়। আমরা দুই মোটরসাইকেল চার জন আগে চলে আসি। পেছনে তাদেরকে না দেখতে পেয়ে আবার পিছনের দিকে খোঁজ নিতে গিয়ে জানতে পারি তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। 

সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজন একই এলাকার বাসিন্দা। দোহার-নবাবগঞ্জের সামসাবাদ  আলমগীরের বাড়ি। একই থানার হরিশপুর গ্রামের বাসিন্দা ফজলু। ফজলু বিদেশ ফেরত, আলমগীর মোটর মেকানিক।

নিহত ফজলুর বন্ধু সুব্রত জানায়, সুব্রত আজকেই  নতুন মোটরসাইকেল কিনেছে ফজলু। গত এক মাস পূর্বে বিবাহ করেছেন তিনি। তারা ৬ বন্ধু তিন মোটরসাইকেলযোগে পদ্মা সেতু দেখতে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়