শিরোনাম
◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] চট্টগ্রামের রাউজান উপজেলার ব্যস্ততম হাফেজ বজলুর রহমান সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত মাওলানা ছৈয়দুল হক (৪০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ কুইছড়ি ইউনিয়নের মৃত নওশার পুত্র। 

[৩] সে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আইলিখীল দাওয়াত খোলা জামে মসজিদের মুয়াজ্জিন বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহত রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আইলীখীল বায়তুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা আলী হোসেনের বাড়ি বাঁশখালি উপজেলায় বলে জানা গেছে। 

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে হাফেজ বজলুর রহমান সড়কের হাজীপাড়া বড় মৌলানার মাজার সংলগ্ন এলাকায় পাহাড়কলী মুখী মোটরসাইকেলের সঙ্গে (চট্টমেট্রো-হ ১৪-৪১৪৪) রাউজান জলিলনগরমুখী সিএনজি অটোরিকশার (চট্টগ্রাম-থ ১৪-৬৭৭৩) সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মাওলানা ছৈয়দুল হক ঘটনাস্থলে প্রাণ হারান৷ 

[৫] এই ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেলের অপর আরোহী মাওলানা আলী হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 

[৬] খবর পেয়ে রাউজান থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়