শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৫ জুন, ২০২২, ০১:৩১ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২২, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

পাবনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রেনে কাটা পড়ে নিরব হোসেন (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (২৫ জুন) সকাল আটটার দিকে উপজেলার মাশুমদিয়ার ঝুলন্ত রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের লিটন সরদারের ছেলে ও ঢাকা উত্তরা স্কুলের নবম শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানান, নিহত যুবক শুক্রবার ঢাকার স্কুল থেকে ছুটি নিয়ে পুরান মাসুমদিয়ার নানা বাড়ি মৃত আব্দুল হামিদের বাড়িতে বেড়াতে আসছিল।

সকালে ঘুম থেকে উঠে  ঝুলন্ত সেতুর পাশে রেললাইনের উপরে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিলেন। এমন সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি কয়েকবার হর্ণ দিলেও তিনি শুনতে পারেননি বলে জানান স্থানীয়রা।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করা হয়ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, এ বিষয়ে অভিযুক্ত ঢালারচর এক্সপ্রেস ট্রেনচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়