মাজহারুল ইসলাম: সিলেটের কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায় শুক্রবার সকাল ৬ টার দিকে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত এবং আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ইসলামপুরের হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিলো অটোরিকশাটি। তেলিখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত এবং চালকসহ অটোরিকশার ৩ আরোহী আহত হন। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বন্যার পানি উঠায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে পানি নামলেও তেলিখালে একটি সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল শুরু করা যায়নি। সেনাবাহিনী ওই সেতু মেরামত করার পর বৃহস্পতিবার থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। এর পরদিনই এমন দুর্ঘটনা ঘটনা ঘটলো।
আপনার মতামত লিখুন :