Skip to main content

সিঙ্গাপুর থেকে শুরু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

Article Highlights

দূতাবাসের মাধ্যমে সিঙ্গাপুর থেকে পরীক্ষামূলকভাবে প্রথম শুরু করা হচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র  বা এনআইডি সেবা দেওয়া। এ লক্ষ্যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে সিঙ্গাপুর যাচ্ছে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গণ মাধ্যমকে জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে।

দূতাবাসের মাধ্যমে সিঙ্গাপুর থেকে পরীক্ষামূলকভাবে প্রথম শুরু করা হচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র  বা এনআইডি সেবা দেওয়া। এ লক্ষ্যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে সিঙ্গাপুর যাচ্ছে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গণ মাধ্যমকে জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের রেজিস্ট্রেশন কীভাবে করা যায়, কোথায় নিবন্ধন সেন্টার হবে, লোকবল কেমন লাগবে, পদ্ধতিগত কী কী জটিলতা থাকতে পারে সব কিছু বিবেচনায় নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। সিঙ্গাপুরের পাইলট প্রকল্প সফল হলে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরবসহ অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কর্মপরিকল্পনা নেওয়া হবে।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭৫ লাখ। যেসব দেশে পাসপোর্ট, ভিসা বা অন্যান্য বিষয় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ঝামেলা কম রয়েছে মূলত সেসব দেশেই পরীক্ষামূলকভাবে এনআইডি সেবা চালুর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সিঙ্গাপুরে বর্তমানে এক লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন। তাদের অধিকাংশের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের সপ্তদশ সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার নীতিগত সিদ্ধান্ত হয়।

অন্যান্য সংবাদ