Skip to main content

গ্রেট লিডাররা কী করেন?

বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেবল মুক্তিযুদ্ধের চেতনাধারীদের নয়। এইটা শুনতে খারাপ শোনাইলেও বিদ্যমান বাস্তবতা। এই দেশ দেশপ্রেমিকদের যেমন তেমনই দেশদ্রোহীদেরও। এই দেশ ভারতপন্থিদের, পাকিপন্থিদেরও। বাংলাদেশপন্থিদের তো অবশ্যই। এই দেশ যেমন আওয়ামী লীগের, তেমনি জামায়াতির, বিএনপির, এমনকি জাতীয় পার্টির বা হেফাজতেরও। দেশ কেন এই রকম? দেশ বড় তাই দেশ এই রকম। কখনো কোনো গোষ্ঠীর মধ্যে বিশুদ্ধতা মাথাচাড়া দিয়া ওঠে, তখন তারা বিশুদ্ধ দেশ চায়। কিন্তু বিশুদ্ধ দেশ একটি ইউটোপিয়া। বিশুদ্ধ দেশের রাস্তায় চলতে থাকা ফ্যাসিবাদ দেশকে বিশুদ্ধ করতে না পারলেও জাতীয়তাবাদী অবলম্বনগুলোরে, আইকনগুলোরে বিশুদ্ধ করতে থাকে। গৃহযুদ্ধ এইভাবেই শুরু হয়। বড় নেতারা তাই বিশুদ্ধতা সংবরণ কইরা চলেন। কিন্তু বিশুদ্ধতার কী লীলা, তা ছোট নেতাদেরও বড় কইরা তুলতে পারে। যেমন একজন হিটলার, যেমন একজন মোদি। কিন্তু এইটা সাময়িক। ফ্যাসিবাদ সাময়িক এবং সব তরফের জন্যে ক্ষতির কারণ। ফেসবুক থেকে